ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভূমিদস্যুদের দখলদাপটে বদলে গেছে রাজধানীর নিম্নাঞ্চলের চিত্র

প্রকাশিত : ১২:৩৪, ১৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভূমিদস্যুদের দখলদাপটে পরিবর্তন হয়ে গেছে রাজধানীর নিম্নাঞ্চলের চিত্র। প্রতিনিয়ত হচ্ছে ভরাট, হচ্ছে জলাভূমি, পানি উপচে পড়ে ডুবছে বাড়িঘর। এভাবে চলতে থাকলে, বসবাসের অযোগ্য হয়ে পড়বে রাজধানীর অনেক এলাকা।

রামপুরা বনশ্রী থেকে অল্পদূরের গ্রাম নাসিরাবাদ, মেন্দিপুর, নন্দীপাড়া কিংবা ডেমরার মীরপাড়া। কিছুদিন আগেও এ এলাকার মাঠে ছিল সবুজের সমারোহ। আবাদ হতো মৌসুমী ফসল। বর্ষা-বন্যায় এসব মাঠ ডুবতো, জেগে উঠতো উর্বরা হয়ে। আর ঢাকার পানি সহজে পৌঁছে যেতো বালু কিংবা শীতলক্ষায়। দিন পাল্টেছে। ডেভেলপার কোম্পানির টার্গেটে পড়ে মাঠ এখন পরিণত হয়েছে আবাসিক এলাকায়। চলছে ভরাট, কোথাও আবার সাঁটানো হয়েছে গায়েবি প্রতিষ্ঠানের সাইনবোর্ড। যার মালিক খুঁজে পাওয়া দায়।

নিচু অঞ্চলে ভরাট চলছে। শুকনো দিনেও তাই পানি জমে আছে ডিএনডি বাঁধের আশেপাশে, বিস্তির্ণ এলাকায়। ডুবছে ঘরবাড়ি, ডুবে আছে হাসপাতাল। জলাবদ্ধতার চলছে বছরের পর বছর ধরে। কৃষিজমি ভরাট বন্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবি পরিবেশবাদীদের।

একইসঙ্গে ভূমি ব্যবহার নীতিমালা কার্যকরের পরামর্শও দেন তারা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি